কেশপুরে তুচ্ছ ঘটনায় হামলা আহত-৫

0
272

ভ্রাম্যমান প্রতিনিধি, কেশবপুর ॥ কেশপুর পল্লীতে তুচ্ছ ঘটনায় হামলা ও লুটপাটে ৫ আহত হয়েছে। কেশবপুর থানায় মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীফলা গ্রামের আসাদুজ্জামানের বাড়িতে বৈদ্যুতিক মটর ও ধান চুরির ঘটনায় একই গ্রামের হাবিবুর রহমান, তৈয়েবুর রহমান, রিজাউল ইসলাম, আম্বিয়া খাতুন, মাজিদা বেগমের সাথে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে গত ৫ জুলাই বিকালে হাবিবুর রহমান, তৈয়েবুর রহমান, রিজাউল ইসলাম, আম্বিয়া খাতুন, মাজিদা বেগম-সহ অজ্ঞাত ৮/১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসাদুজ্জামানের ভাইপো কামরুজ্জামারের বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায়। হামলায় সোহানুজ্জামান খান (২৪), খালিদ খান (২৭), রাসেল (২৪), তাসলিমা খাতুন (৪৬) ও আরাফাত (১৭) মারাতœক আহত হয়। হামলাকারীরা এসময় তাসলিমা খাতুনের নিকট থেকে ৪৪ হাজার ৫ শত টাকা মূল্যের একটা স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। মারাতœক আহতাবস্থায় সোহানুজ্জামান খান (২৪), খালিদ খান (২৭) ও তাসলিমা খাতুন (৪৬) প্রথমে কেশবপুর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘপনায় আসাদুজ্জামান খান বাদী হয়ে আসামীদের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি মামলা দয়ের করেছেন। যার নং ০৬, তারিখ ১১-০৭-২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here