কোটচাঁদপুরে  ইজিবাইক ও আলমসাধু কি অইনের উর্ধ্বে?  সামাজিক দূরত্ব মানছে না কেউ

0
389
আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটির পর সামাজিক দূরত্ব বজায় রেখে গত ৩১ মে থেকে খুলে দেয়া হয়েছে অফিস, আদালত। চলছে গণপরিবহনও। পাশাপাশি বিপণী বিতান, হাট, বাজারে সাধারণ মানুষকে যাতায়াত ও কর্মকান্ড পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকার  কিন্তু ঝিনাইদহের কোটচাঁদপুরে রাস্তায় ইজিবাইক ও আলমসাধু চলাচলরত যাত্রীদের ক্ষেত্রে সামাজিক দূরত্ব  ও স্বাস্থ্যবিধি  মোটেও মানা হচ্ছে না। ইতিমধ্যে ঝিনাইদহ জেলাকে গ্রীন জোন হিসাবে চিহ্নিত করায় ও লকডাউন না দেওয়ায়  জনসাধারন সামাজিক দূরত্ব  ও স্বাস্থ্যবিধি  না মেনে   ইজিবাইকে চালকসহ ৬ জন ও আলমসাধুর চালকসহ ৮-১০ জন পর্যন্ত  মুখে মাক্স ব্যবহার না করে চলাচল করতে দেখা যাচ্ছে।
 সরেজমিনে তথ্যানুসন্ধানে গিয়ে কোটচাঁদপুর মেইন বাসষ্ট্যান্ডে ইজিবাইকের চালক ও সাধারন যাত্রীদের সাথে কথা বললে তারা জানান প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে বের হয়েছেন।
আবার কিছু যাত্রী বলেন দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়ে থেকে তাদের জীবনযাত্রা এক বিভিষীকা হয়ে পড়েছে, পরিবারের সদস্যদের মুখে এক মুঠো খাবার তুলে দেবার জন্য তারা ঘরের বাইরে বের হচ্ছে। যার কারনে ইচ্ছা অনিচ্ছায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল ব্যাহত হচ্ছে।
পরিশেষে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মূহুর্তে যদি সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নানা কর্মসূচি গ্রহন না করে তাহলে দিন দিন কোটচাঁদপুর উপজেলায় মহামারি করোনা ভাইরাস আরো বেশি খারাপের দিকে ঝুঁকে পড়বে।১২জুলাই রবিবার সকালে মেন বাসস্ট্যান্ড থাকে তোলা ছবি। কলেজ স্টান্ড, মেন বাসস্ট্যান্ডে, বলুহার বাসস্ট্যান্ডে সহ কোটচাঁদপুর উপজেলার প্রতান্ত অঞ্চলে এমন যানজট দেখা যাচ্ছে।  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ব্যাবস্থা গ্রহণের জন্য সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here