ঝিকরগাছার ফিরোজ উদ্দীন বিশ্বাস সাড়ে ৩ মাস ধরে নিখোঁজ

0
289

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়নের জাফরনগর গ্রামের ফিরোজ উদ্দিন বিশ্বাস (৫৯) দীর্ঘ সাড়ে ৩ মাস ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার ছেলে মাসুদুল আলম মাসুদ থানায় জিডি করেছেন। যার নং-৪৫, তারিখ-০২/০৪/২০২০ ইং। জিডি সুত্রে জানাগেছে, ফিরোজ উদ্দিন বিশ্বাস গত ৩০ মার্চ বিকালে কেনাকাটার জন্য পাশ্ববর্তী ফতেপুর (কাউন্সিল) বাজারে যায়। তার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। ওইদিন থেকে নিকটআত্মীয়সহ সম্ভব্য সকল স্থানে খুজেও তার কোন সন্ধান মেলেনি। ফিরোজ উদ্দিনের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় সাড়ে ৫ ফুট, মূখমন্ডল লম্বাটে এবং পরনে চেক লুঙ্গি ও গায়ে পিত্তি রংয়ের হাফ শার্ট ছিল বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। এদিকে বৃদ্ধ পিতাকে হারিয়ে তাদের পুরো পরিবার উদ্বোগ উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন মাসুদুল আলম মাসুদ। কেউ সন্ধান পেলে ০১৯৩৭৭৫৮৮৮০, ০১৩১৫৭৮৩০৭১ নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মাসুদুল আলম মাসুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here