নড়াইলের পল্লীতে জ্বর ও কাশি উপসর্গ নিয়ে বড়দিয়ায় কাপড়ের ব্যবসায়ী মৃত্যু

0
248
নড়াইল জেলা প্রতিনিধিঃ  নড়াইলের কালিয়ায় করোনা উপসর্গ নিয়ে নামে বড়দিয়া
বাজারের কাপড়ের ব্যবসায়ী প্রদীপ কুমার মন্ডলের মৃত্যুহয়েছে। মৃত্যুবরণকারী প্রদীপ কুমার মন্ডল (৫৬) উপজেলার নড়াগাতি থানারচোরখালী গ্রামের মৃত ভ‚পাল চন্দ্র মন্ডলের ছেলে । কয়েকদিন ধরে তিনি জ্বর ও
কাশিতে ভুগছিলেন।  শনিবার রাত ১টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।রোববারসকাল ১১টায় স্থানীয় চোরখালী শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।মৃতপ্রদীপের বাড়িসহ দু’টি বাড়ি  লকডাউন করেছে উপজেলা প্রশাসন।প্রদীপ কুমার মন্ডলের পারিবারিক সূত্রে জানা যায়,তিনি হার্ট, কিডনি,হাঁপানি,উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস রোগে ভূগছিলেন। করোনা উপসর্গে মৃত্যুরখবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান- উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ,উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হুদা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরআবাসিক মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ।কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাজমুল হুদা বলেন,করোনাউপসর্গ নিয়ে মৃত প্রদীপের বাড়িসহ প্রতিবেশী সমীর মন্ডলের বাড়ি লকডাউন করা হয়েছে।এর আগে ওই গ্রামে করোনা আক্রান্ত হয়ে বিশ্বজিত রায় নামে এক ব্যক্তি মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here