সকিনা আদ্দ্বীনহাসপাতালের ডাঃ হাসানুজ্জামানের জন্য এ্যাডঃ আঃ আলীমের উদ্দোগে হাফেজী মাদ্রাসায় বিশেষ দোয়া

0
230
কামরুজামান লিটন ঝিনাইদহ : সম্প্রতি করোনাভায়রাসে আক্রান্ত হয়েছেন,  ঝিনাইদহের সুপ্রসিদ্ধ গাইনী বিশেষজ্ঞ  ও যশোর আদ্বীন সকিনা মেগিকাল কলেজের ডাক্তার হাসানুজ্জামান ,তিনি ধর্মীয় অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিশেষ ভাবে তিনি.ঝিনাইদহ   বিসিক চুয়াডাঙ্গা পোড়াহাটি দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাথে জড়িত,আজ সকালে তার জন্য এক বিশেষ দোয়ার আয়োজন করেন বিসিক চুয়াডাঙ্গা মাদ্রাসার সম্মানীত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃআলহাজ্ব Abdul Alim  তিনি মাদ্রাসার হাফেজ ও এতিম ছাত্রদের নিয়ে করোনায় যারা মৃত্যুবরণ করেছেন ,এবং যারা আক্রান্ত হয়েছেন সকলের জন্য দোয়া করেন, বিশেষ ভাবে ডাক্তার হাসানুজ্জামান এর জন্য দোয়া করেন,  ডাক্তার হাসানুজ্সাজামান  একজন আলেম প্রিয় মানুষ কোরআন প্রিয় মানুষ ৷ এবং প্রত্যেক আলেমই  তার আচরণে মুগ্ধ৷  আল্লাহ তা’আলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here