অভয়নগরে মিল শ্রমিক নিজ অর্থে তৈরি করলেন তার স্বপ্নের রাস্তা

0
385

এইচ,এম, জুয়েল রানা ঃ অভয়নগর উপজেলার ৭নং ওয়ার্ডের মাইলপোষ্ট এলাকার । বাইপাস সড়কের পাসে ১১৫ ফুটের একটি গলি রাস্তা নিজ অর্থে নির্মান করলেন জুটমিল শ্রমিক মোঃ সুকুর আলী । রাস্তাটি দীর্ঘ ২০ বছরেও হয় নি । সরকারের বিভিন্ন দফতরে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। তাই এবার ৭নং ওয়ার্ড এর মোঃ সুকুর আলী নিজ অর্থে। ৪০ হাজার টাকা ব্যয়ে ৪ ফুট চওড়া বিশিষ্ট ১১৫ ফুট লম্বা গলি রাস্তা নির্মাণ করেন। সাংবাদিকরা জানতে চাইলে সুকুর আলী বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিলো রাস্তাটি পাঁকা করার । তার জন্য মেয়র, ওয়ার্ড কমিশনার তাদের কাছে বারবার গিয়ে ছি। কিন্ত কোনো আশার প্রদীপ দেখতে না পেয়ে শেষ মেষ আমার জমানো অর্থ দিয়ে নির্মাণ হলো স্বপ্নের রাস্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here