দেবহাটায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

0
234

আবুল হাসান, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরা হতে কালিগঞ্জ মহাসড়কের পারুলিয়াস্থ বালিকা বিদ্যালয় ও ওয়ার্ড ভিশন সংলগ্ন একটি শিশুকে প্রাণে বাঁচাতে যেয়ে মোটরসাইকেল চালকসহ আহত ৩ জন। আহত ব্যাক্তি মোটর সাইকেল আরোহী নলতা, কালিগঞ্জ থেকে সাতক্ষীরার ফেরার পথে সাতক্ষীরা কলোরোয়া এলাকার তরিকুল ইসলাম (২২) ও সঙ্গী বাবু (শাহজাহান) (৫০) এবং মাঝ পারুলিয়া সন্ন্যাসি দাসের পুত্র বিশ্বজিত (১২) আহত হয়। পরে স্থানীয় লোকদের সহায়তায় তাদেরকে প্রাথকিম চিকিৎসার ব্যবস্থা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here