অভয়নগর রিপোর্টাস ইউনিট কাবে নতুন ৮জন সদস্যের অন্তর্ভূক্তি

0
267

অভয়নগর প্রতিনিধি ঃ অভয়নগর রিপোর্টাস ইউনিট কাবে ৮ জন সাংবাদিক নতুন সদস্যভূক্ত হয়েছেন । কাবের কার্যালয়ে মঙ্গলবার দুপুর ৩.০০টার সময় সন্মানিত উপদেষ্টা কমিটির সদস্য দৈনিক ইত্তেফাকের অভয়নগর সংবাদদাতা বদরুজ্জামানের উপস্থিতিতে সাংবাদিকগণ আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। কাবের সকল সদস্যবৃন্দ তাদের নতুন সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। যোগদানকৃত সাংবাদিকবৃন্দরা হলেন, শেখ মোঃ আবুল বাসার(এলটিভি-বাংলা), কাজী ইফতেখার আহমেদ(এইচএমনিউজ২৪), মোঃ আনাস হোসেন(হোম মিডিয়া), মোঃ হামিম আরাফাত(হোম মিডিয়া), বিনয় কৃষœ রায়(সিএনএন), মোঃ জহিরুল ইসলাম মিঠু(সিএনএন), মোঃ আল আমিন হোসেন( হোম নিউজ২৪), এস.কে আসিব(সিএনন)। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্য নির্বাহী কমিটির সভাপতি, সম্পাদকসহ কাবের সকল সাংবাদিকবৃন্দ। উপদেষ্টা বদরুজ্জামান বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় জোর দিতে হবে, যে কোন অপশক্তির বিরুদ্ধে সাহসিকতার সাথে কলম ধরতে হবে এবং সৎ ভাবে জীবন-যাপন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here