নড়াইলের পল্লীতে বসতবাড়ি পুড়ে ছাই খোলা আকাশের নিচে বসবাস

0
251
নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের মুলিয়া গ্রামেরসুবীর বিশ্বাসের  বসত  বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েগেছে।আগুনে পুড়ে পরিবারটির প্রায় ৩ লাখ টাকা  মালামাল পুড়ে ক্ষয়ক্ষতিহয়েছে। বসতঘর পুড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে দিন
কাটাচ্ছেন।    দিবাগত গভীর  রাতে আগুনের এঘটনা ঘটে।স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত পরিবার  সূত্রে জানা যায়, প্রদীপের আগুনথেকে  বাড়ির ঘরে আগুন ধরে যায়।স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন
নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্তপরিবারগুলো প্রতিবেশীদের দেওয়া কাপড়চোপড় পরে আছেন।  তারা খোলা আকাশেরনিচে  মানবতার জীবন যাপন করছেন ।ক্ষতিগ্রস্ত  সুবীর বিশ্বাস  জানান,‘স্ত্রী  ও দুই সন্তান নিয়ে আমার পরিবার। মাছ মেরে বাজারে বিক্রি করেকোনোভাবে সংসারের খরচ জোগাই।আগুনে ঘরবাড়ি ও মাছ ধরা জালসহ সব মালামালপুড়ে গেছে। আগুনে পুড়ে গেছে আমার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।জালপুড়ে যাওয়ার কারনে এখন মাছ ধরাও বন্ধ হয়ে গেছে।  এহেন পরিস্থিতিতে স্ত্রীসন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাসের পাশাপশি অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here