নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপন

0
220

নড়াইল জেলা প্রতিনিধি:“মুজিব বর্ষের স্লোগান ৩ টি করে গাছ লাগান” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সারাদেশের ন্যায় নড়াইলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ শাখা।  “মুজিব বর্ষের স্লোগান ৩ টি করে গা বুধবার (১৫ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরুষ ও মহিলা হোস্টেলের মধ্যে বনজ ও ফলজ গাছ রোপন করা হয়। বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক বৃক্ষরোপন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত উপস্থিত ছিলেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রত্যেকটি ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এ বৃক্ষরোপন কার্যক্রমে অংশগ্রহণ করে পরিবেশের বন্ধু বৃক্ষ রোপন করেন।নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন মানিক বলেন, কেন্দ্রীয় কমিটির যেকোনো কর্মসূচি পালন করতে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ বদ্ধপরিকর সবসময়। আমাদের প্রতিটি নেতাকর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে গাছ লাগিয়েছে। সামনেও কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি দিক না কেন আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে তা পালন করার চেষ্টা করবো। আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি অনুযায়ী ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু ও নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান মুকুলের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আমরা বৃক্ষরোপন করেছি।তিনি আরও বলেন, শুধু বৃক্ষরোপনই না নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন লিফলেটও ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here