যশোরে ২১৪টি নমুনা পরীা করে ৭৪টি নমুনা পজেটিভ শনাক্ত

0
192

স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে আজ বুধবার যশোরে ২১৪টি নমুনা পরীা করে ৭৪টি নমুনা পজেটিভ শনাক্ত হয়েছে। এবং মাগুরার ২৩টি নমুনাকে পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে। আর নেগেটিভ হয়েছে ১৭৫টি।
মঙ্গলবার যশোর ও মাগুরা জেলার মোট ২৭২টি নমুনা পরীা করে বুধবার সকালে এই তথ্য প্রকাশ করা হয়। যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন তাদের ল্যাবে যশোরের ২১৪টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে ৭৪টি নমুনা পজেটিভ রেজাল্ট দেয়। আর মাগুরার ৫৮টি নমুনা পরীা করে পজেটিভ রেজাল্ট পাওয়া যায় ২৩টির। যবিপ্রবির পরীায় এর আগে কখনো একদিনে যশোর জেলায় এতো নমুনা পজেটিভ পাওয়া যায়নি। এর আগে একদিন যশোরে করোনা পজেটিভ শনাক্তের সংখ্যা একশ’ ছাড়িয়েছিল। সেটি ছিল যশোর ও খুলনা ল্যাবের মিলিত ফলাফল। পরীা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট দ্ইু জেলার সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প থেকে জানানো হয়েছে। যশোরে আজ শনাক্ত হওয়া নমুনার কতগুলো নতুন, আর কতগুলো ফলোআপ তা তাৎণিকভাবে জানাতে পারেনি সিভিল সার্জনের কার্যালয়। যাচাই-বাছাই শেষে নতুন রোগীদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম গ্রহণের জন্য তালিকা স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো হয়ে থাকে। আজ বুধবার দুপুর পর্যন্ত স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা ছিল ১১৫৯ জন। এদের মধ্যে মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৬৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here