যশোর জেনারেল হাসপাতালে ৪টি হুয়িল চেয়ার প্রদান

0
212

স্টাফ রিপোর্টার : রোটারী কাব অব যশোর ২০২০-২০২১ বর্ষ উপলে ৩টি হুয়িল চেয়ার এবং ডিস্টিক একাউন্ট এন্ড ফিনান্স অফিসের প থেকে ১টি হুয়িল চেয়ার বুধবার সকাল ১১টায় যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায় নিকট অনুদান হিসাবে প্রদান করা করেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্বাবধায়ক ডা.দিলীপ কুমার রায়,ডা.অজয় কুমার সরকার,ডা. মাহামুদুল হাসান পান্নু, রোটারী কাবের সভাপতি সাইফুল্লাহ খালেদ,সাবেক সভাপতি জিল্লুর রহমান রোটারী কাব বর্তমানে ডিস্টিক ফিনাস অফিসার, সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন টুলু,সাধারন সম্পাদক রোটারী কাব অব যশোর এর আক্তারুজ্জামান এবং সদস্য মেহেদি হাসান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here