শার্শা উপজেলার অসহায় মানুষের পাশে বিএনপি নেতা মহসিন কবীর

0
218

স্টাফ রিপোর্টার : বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘূর্ণিঝড় আম্ফানে তিগ্রস্ত যশোরের শার্শা উপজেলার অসহায় পরিবারের কৃহ সংস্কারের জন্য তৃতীয় পর্বে ২৪ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক তরুণ বি এন পি নেতা আলহাজ্ব মহসিন কবীর।
আজ (মঙ্গলবার) উলাশী,কায়বা এবং গোগা ইউনিয়নে তিগ্রস্ত ২৪ টি পরিবারের বাড়িতে বাড়িতে এই সহায়তা পৌছে দেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,৭ নং ওয়ার্ড সভাপতি রাজ্জাক আলী। কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ূর রহমান, ১ নং ওয়ার্ড সভাপতি মতিয়ার রহমান।২ নং ওয়ার্ড সভাপতি জুলফিকার আলী,৪ নং ওয়ার্ড সেক্রেটারী আলতাফ হোসেন মাষ্টার,৬নং ওয়ার্ড সেক্রেটারী আমিরুল ইসলাম,৮নং ওয়ার্ড সেক্রেটারী মাহমুদ সরদার।গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,বেনাপোল পৌর যুবদল নেতা সাবেক ছাত্রনেতা রায়হানুজ্জামান দীপু,যুবদল নেতা কামরুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদল নেতা ওমর ফারুক, উপজেলা ছাত্রদল নেতা সোহাগ আহমেদ, পৌর ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন প্রমুখ। এই বিষয়ে বিএনপি নেতা মহসিন কবীর বলেন, করোনা মহামারীতে নিম্নআয়ের মানুষ যখন অসহায়, সেই সময়ে ঘুর্ণিঝড় আম্ফানের আঘাতে বহু পরিবার কৃহহীন।আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় শার্শা উপজেলার ১১ টি ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ড সহ মোট ১০৮ টি ওয়ার্ডের অসহায় পরিবারের মধ্যে কৃহ সংস্কারের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে ইনশা আল্লাহ্। তারই অংশ হিসাবে আজ ৩য় দফায় ৩টি ইউনিয়নে তিগ্রস্থদের মাঝে ইউনিয়ন বিএনপি সভাপতি-সেক্রেটারীদের মাধ্যমে ২৪ টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। এই পর্যন্ত তিন দফায় ৬০ টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here