ইন্টারেক্ট কাব অফ নওয়াপাড়া’র উদ্যোগে করোনা প্রতিরোধক হ্যান্ড গ্লবস ও মাস্ক বিতরন

0
264

অভয়নগর প্রতিনিধি ঃ ইন্টারেক্ট কাব অফ নওয়াপাড়া’র উদ্যোগে গরীব-দুঃখীদের মাঝে করোনা প্রতিরোধক হ্যান্ড গ্লবস ও মাস্ক গতকাল শুক্রবার বিকাল ৫.৩০ টার সময় সকল ইন্টিরেক্টর ও প্রাক্তন সিনিয়র রোটারেক্টরদের উপস্থিতিতে নওয়াপাড়া খেঁয়াঘাটে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি গরিবÑদুঃখী ও অসহায় মানুষের মাঝে শতাধিক মাস্ক, হ্যান্ড গ্লবস বিতরন করে। আই.টি.আর পি.পি সাফিন আহম্মেদ রাহুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারেক্ট কাবের সাবেক সভাপতি আর.টি.এন শাহ্ মুকিত জিলানি । প্রোগ্রাম কমিটি রোটারি কাব অফ নওয়াপাড়ার প্রাক্তন সভাপতি ও ইন্টারেক্ট কাব অফ নওয়াপাড়ার কমিটি চেয়ারম্যান আর.টি.এন ডা. জুলফিক্কার আহম্মেদকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতায় ছিলেন আই.টি.আর পি.পি নাজিব আহম্মেদ ইরতিযা, রোটারি কাব অফ নওয়াপাড়া’রসহ সভাপতি আর.টি.আর রাহিদ হোসেন রুদ্র সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here