মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা প্রেসকাবের সভাপতি সাংবাদিক এমামুল হাসান সবুজের পিতা প্রবীণ আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী (৬৬) শনিবার বেলা সাড়ে ১২টার সময় ইন্তেকাল করেছে। (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আসর বাদ ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে কৃষ্ণনগরস্থ পারিবারিক গৌস্থানে সমাধি দেওয়া হবে। তার মৃত্যুতে ঝিকরগাছার সকল সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি’র সম্পাদক ও প্রকাশক, অনলাইন নিউজ পোর্টাল লোকমত’র নির্বাহী ও বার্তা সম্পাদক, দৈনিক সত্যপাঠ, দৈনিক বিডি খরব এবং সাপ্তাহিক আঁচড় পত্রিকার ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।