ঝিনাইদহ আদর্শপাড়ার মামুনের জন্য দোয়া মাহফিল

0
242
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ :  শুক্রবার  জুমার নামাজের পর ঝিনাইদহ  বিসিক চুয়াডাঙ্গা পোড়াহাটি দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়,
সদ্য ইন্তেকাল করেছেন ঝিনাইদহ আদর্শপাড়ার কেবি আল মামুন  তার জন্য এ দোয়া মাহফিলের আয়োজন ছিল,দোয়া মাহফিলে শরিক হয়েছিলেন বিসিক চুয়াডাঙ্গা মাদ্রাসার সম্মানীত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃআলহাজ্ব Abdul Alim তিনি মাদ্রাসার হাফেজ ও এতিম ছাত্রদের নিয়ে আল্লাহর দরবারে রুনাজারি করেন,এবংমামুন  মাগফিরাত কামনা করেন এবং সকলের জন্যই তিনি দোয়া করেন।
বিশেষভাবে শোকসন্তপ্ত পরিবার ও তার আত্নীয় স্বজন সহকর্মী ও শুভানুধ্যায়ীদের জন্য দোয়া করেন,
এবং দোয়ায় শামিল করলেন তাদেরকে ও যারা করোনায় আক্রান্ত হয়েছেন মৃত্যুবরন করেছেন,
আল্লাহ আপনি আপনার এই বান্দাহকে আপনার রহমতের চাদরে আবৃত করে জান্নাতুল ফিরদাউসের সম্মানিত মেহমান করে নেন,
আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here