মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে থামছে না অনুপ্রবেশ। কারোনা ভাইরাসের স্বস্থ্য ঝুকির মধ্যে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় গত ৫দিনে এ সীমান্তে শিশু সহ ৪৮ জন নারী পুরুষ বিজিবির হাতে আটক হয়েছে।
প্রাপ্ত সূত্রে প্রকাশ, ঝিনাইদহ জেলায় করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এ জেলা স্বাস্থ্য ঝুকির মধ্যে রয়েছে। পার্শ্ববর্তী ভারত এখন বিশ্বের করোনা ঝুকির শীর্ষ রাষ্ট্রগুলির মধ্যে একটি। এ সীমান্ত দিয়ে অবৈধভাবে যারা পারপার হচ্ছে তাদের মধ্যে অনেকেই অসুস্থ রয়েছে। এলাকার সচেতন মহল মনে করছে এরা করোনা ভাইরাসও বহন করতে পারে। গত ৯জুলাই ভারত থেকে বাংলাদেশে আসার সময় শ্যামকুড় টহল বিওপি সেজিয়ার একাশিপাড়া নামক স্থান ধেকে শিশু সহ ৯জনকে আটক করে। এদের বাড়ি মানিকগঞ্জ, বাগেরহাট, ফকিরহাট, নড়াইল ও মাগুরা জেলায়। একই দিন রাতে বাঘাডাঙ্গা বিওপির টহল দল বাকোসপোতা মোড় থেকে শিশু সহ ১০জনকে ভারত যাওয়ার সময় আটক করে। এদের বাড়ি গোপালগঞ্জ ও যশোর জেলায়। এর আগে গত ৮ই জুলাই খোসালপুর সীমান্ত থেকে বাঘাডাঙ্গা বিওপি শিশু সহ ১৪জনকে আটক করে। ১৬ই জুলাই শ্যামকুড় সীমান্তে শিশু ৬জন আটক করে শ্যামকুড় বিওপি এবং ১৭ই জুলাই সামন্তা সীমান্ত থেকে শিশু সহ ৯জন কে আটক করে সামন্তা বিওপি। এদের বাড়ি মাগুরা, যশোর ও বাগেটহাট ও নড়াইল জেলায়। এ বিষয়ে মহেশপুর থানায় পৃথক পৃথক ৫টি মামলা হয়েছে। ৫৮বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গত ৫দিনে ৪৮জনকে অবৈধভাবে পারাপারের সময় আটক করা হয়েছে।