যশোরে আক্রান্তের সংখ্যা ১৩০০

0
196

মালেকুজ্জামান কাকা, যশোর : যশোরে আরো ৬৮ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা দাড়ালো ১৩০০ জনে। যবিপ্রবি জিনোম সেন্টার থেকে এই ফলাফল পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, যবিপ্রবি এনএফটি বিভাগের পরীণ দলের সদস্য ও চেয়ারম্যান ডা: শিরিন নিগার। গত একদিনে যবিপ্রবি ল্যাবে ৩৮৬ টি নমুনা পরীা করে ৯৯ জনের করোনা পজিটিভ এবং ২৮৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে। তার মধ্যে যশোরে ২৫৩ টি নমুনা পরীা করে ৬৮ টি নমুনা পজিটিভ এসছে, মাগুরার ৩৯ টি নমুনা পরীায় শনাক্ত ১১ জনের, বাগেরহাটের ৬৮ টি নমুনায় ১৬ জন ও সাতীরার ২৬ জনে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here