নড়াইলে জ্বর, শ্বাসকষ্টে স্কুল শিকিার মৃত্যু

0
278

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে করোনা উপসর্গে মাহমুদা কবিতা নামে স্কুল শিকিার মৃত্যু হয়েছে। তিনি নড়াইল পৌর সানফাওয়ার স্কুলের শিক ছিলেন। তার বাড়ি নড়াইল শহরের আলাদাতপুর এলাকায়। রোববার (১৯ জুলাই) খুলনা সার্জিক্যাল হাসপাতালে মৃতুবরণ করেন। এদিন সন্ধ্যায় তাকে নড়াইল পৌর গোরস্থানে বঙ্গবন্ধু স্কোয়াডের সদস্যদের সহযোগিতায় দাফন করা হবে বলে জানা গেছে। এদিকে শনিবার মৃতের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। পারিবারিকভাবে জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন করোনা উপসর্গে ভুগছিলেন। শনিবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সিভিল সার্জ*ন ডাঃ মোঃ আবদুল মোমেন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নিবেন বলে জানান। নড়াইলে এ নিয়ে এ পর্যন্ত পুলিশ সুপারসহ ২২জন পুলিশ সদস্য এবং ১৩জন চিকিৎসকসহ সর্বমোট ৫২৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ২১২জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৯জন মা,*রা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here