বাউল শিল্পী দের মাঝে খাদ্য সাহায়তায় যশোরের পুলিশ সুপার

0
343

স্টাফ রিপোর্টার : করোনা কালে ৪০ জন বাউল শিল্পী দের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলে খাদ্য সাহয়তা কর্মসুচীর আয়োজন করে যশোর জেলা পুলিশ৷ রোববার সকাল ১১টায় পুলিশ সুপারের নতুন ভবনের সামনে পুলিশ সুপার আশরাফ হোসেন ৪০ জন বাউল শিল্পী দের মাঝে খাদ্য সহয়তা তুলে দেন৷ পুলিশ ও সামাজিক সেচ্ছাসেবি সংগঠন নবচেতনা সূত্রে জানা গেছে, যশোর জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে যশোর অন্চলের ৪০ জন বাউল শিল্পী দের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ১০কেজি চাউল,২ কেজি ডাল,২ কেজি চিনি,১ পেকেট সেমাই ও ১কেজি তেল উপহার হিসাবে দেওয়া হয়৷ এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পূলিশ সুপার অপু সরোয়ার, পুলিশের অনন্য কর্মকর্তা ও সামাজিক সেচ্ছাসেবি সংগঠন নবচেতনার সদস্যরা৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here