আলাউদ্দীন ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ফোম তৈরীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কারখানার কাঁচামালসহ তৈরী পণ্য। রোববার সকালে কোটচাঁদপুর উপজেলা শহরের বলুহর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানায়, আকাশ ফোম ফ্যাক্টারীতে অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে কোটচাঁদপুর ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততনে পুড়ে যায় কারখানায় থাকা মালামাল। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে তারা। তবে তির পরিমান জানাতে পারেনি। কারখানার মালিক শেফালী রানী রায় বলেন, কারখানায় অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।