ঝিকরগাছায় ৪০ জন কৃষকের প্রশিণ কর্মশালার উদ্বোধন

0
318

স্টাফ রিপোর্টার, ঝিকরগাছা ॥ যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দারিদ্র্য বিমোচনের ল্েয পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের শস্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক কর্মসূচির আওতায় ৪০জন কৃষকের প্রশিণের শুভ উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষকের মুখে হাঁসি ফোটাতে সরকারের এই কার্যক্রমের বিআরডিবির অংশীদারিত্বকে আমি স্বাধুবাদ জানাই এবং আমার সকল কৃষক ভাইয়েরা যেন এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের নিজের জীবিকা নির্বাহ করতে পারবে বলে আমি আশাবাদি। সোমবার সকালে উপজেলা বিআরডিবির প্রশিণ রুমে চারদিন ব্যাপী এই প্রশিণ অনুষ্ঠানে উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামানের সঞ্চালনার মধ্যদিয়ে বিশেষ অতিথি ছিলেন, যশোরের বিআরডিবির উপ-পরিচালক তপন কুমার মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) দেবব্রত দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here