পাইকগাছায় জুয়াড়ী আটক : থানায় মামলা

0
400

পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় জুয়া খেলা অবস্থায় এক জুয়াড়ীকে পুলিশ আটক করেছে। এ সময় অন্যরা পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় ৪জনের নামে মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নগদ টাকা সহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করেছে। রোববার রাতে উপজেলার শ্যামনগর গ্রামে মফিজুল ইসলামের বাড়ীতে জুয়া লেখা চলছিল। পুলিশ সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামনগর গ্রামের আকবার আলীর ছেলে মশিয়ারকে আটক করে। অন্যান্য আসামীরা হলো, ইমান আলী গোলদারের ছেলে মফিজুল গোলদার (৪০), মঙ্গল সরদারের ছেলে নেছার সরদার (৪২), তমেজ ঢালীর ছেলে আমীন ঢালী (৪৫) পালিয়ে যায়। ওসি এজাজ শফী জানান, জুয়া আইনে আটককৃত আসামীসহ ৪জনের নামে জুয়া আইনে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here