পাইকগাছা পৌরসদরে পুলিশের ব্লক রেড গ্রেফতার ১৬

0
358

পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পৌরসভায় গণউপদ্রব ঠেকাতে থানা পুলিশ বিভিন্ন স্থানে ব্লক রেডে ১৬জন গ্রেফতার করেছে। রবিবার সন্ধ্যা হতে রাত ৮টা পর্যন্ত সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ হুমায়ুন কবির ও ওসি মোঃ এজাজ শফী’র নেতৃত্বে এসআই মুনতাসির মামুন, সাঈদুল ইসলাম, পলাশ, এএসআই নাজির, জিল্লুর, নাছির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। আটককৃতরা হলেন, আজমাঈন আবরার জীম, বিশ্বজিৎ শীল, হৃদয় শীল, বাপ্পি দাশ, রবিউল ইসলাম, মাসুদ রানা, কালাম গাজী, রাজিবুল ইসলাম রাজু, সাজু, সাইফুল গাজী, ইমন গাজী, সোহেল মোল্লা, সোহরাব মোড়ল, মানিক সরদার, রায়হান পারভেজ ও সুব্রত ঢালী। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গণউপদ্রব ঠেকাতে এদেরকে গ্রেফতার করা হয়। তিনি আরোও বলেন, উপযুক্ত জামিনদার ও অভিভাবক পাওয়ায় সদাচরণ করার লক্ষে কার্যবিধির ৫৭ ধারায় প্রকৃত অভিভাবকের নিকট জিম্মায় জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here