ভারত থেকে আসছে নতুন মাদক

0
229

আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি : মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি কর্তৃক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের অন্তর্গত কাজীরবেড় গ্রামের বাঁশঝাড়ের মধ্যে হতে পলিয়ানপুর বিওপির টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় উরধষবী উঈ সিরাপ আটক করে। আটককৃত উরধষবী উঈ সিরাপটি নতুন আইটেম হওয়ায় এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহ এর সাথে আলাপকালে জানা যায় , সিরাপটিতে ফেন্সিডিলের ন্যায় অনুরুপ উপাদান থাকায় সিরাপটি ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে কাজ করে। বিজিবি কর্তৃক ফেন্সিডিলের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনার কারণে মাদক চোরাকারবারীরা উক্ত ফেন্সিডিলের বিকল্প হিসেবে সিরাপটি পাশর্^বর্তী দেশ হতে নিয়ে আসছে, যা সাধারণ মানুষের কাছে অপরিচিত হলেও মাদককারবারীদের কাছে মাদক হিসেবেই পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here