শালিখাতে বিএনপি থেকে দুই শতাধিক লোক আওয়ামী লীগে যোগদান

0
402

শালিখা(মাগুরা) প্রতিনিধি ঃ শালিখাতে আওয়ামী লীগের বর্ধিত সভায় জুনারী গ্রামের বিএনপি থেকে দুই শতাধিক লোক আওয়ামী লীগে যোগদান করেছেন। ২০ জুলাই বিকালে আড়পাড়া সুপার মার্কেটে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতি দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শ্যামল কুমার দে।অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস, চেয়ারম্যান বিমলেন্দু শকদার, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপসির মোল্লা,শালিখা উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মুজিবুর রহমান বিশ্বাস, মুন্সী আবু হানিফ, নির্মল বিশ্বাস
প্রমুখ।জুনারী গ্রামের মোঃ বাদশা মিয়া, আনছার মোল্লা,রিপোন মোল্লা ও আজিজুর মোল্লার হাত ধরে বিএনপি থেকে দুই শতাধিক লোক আওয়ামী লীগে যোগদান করেন। যোগদান কারিরা হলেন বেল্টু মোল্লা, মালেক মোল্লা,রবি মোল্লা,কবির মোল্লা,নজির মোল্লা,রকিব মোল্লা,রুহোল মোল্লা,আজগর,আলী, কায়েম, সেলিম মোল্লা সহ দুই শতাধীক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here