শ্যামনগরে দুস্থদের মাঝে ঢেউটিন ও নগদ বিতরন

0
189

আলমগীর হায়দার, শ্যামনগর ব্যুরো : সাতীরা শ্যামনগরে সরকারের ২০১৯-২০২০ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুস্থ পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউ টিন ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন সাতীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।২০ জুলাই সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, শ্যামনগর প্রেসকাবের সেক্রেটারী জাহিদ সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল। উদ্বোধনী দিনে ৪৫ টি দুস্থ পরিবারের মধ্যে প্রয়োজনের উপর ভিত্তী করে দুই বান টিন সহ নগদ ৬ হাজার টাকা এবং কয়েক জনকে এক বান করে টিন এবং নগদ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ দিনে সর্বমোট ৬০ বান টিন এবং নগদ ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। প্রশাসন সূত্রে জানানো হয় পর্যায়ক্রমে এ ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here