কেশবপুরে হামলা-লুটপাটের মামলার আসামী শাহিনুর আলম গ্রেফতার

0
235

ভ্রাম্যমান প্রতিনিধি, কেশবপুর ॥ কেশবপুরে জমি নিয়ে বিরোধ হামলা-লুটপাটের আসামী শাহিনুর আলম (৩৫) কে পুলিশ গতকাল গ্রেফতার করেছে। কেশবপুর থানায় মামলা সূত্রে জানাগেছে, উপজেলার মনোহরনগর গ্রামের মৃত আব্দুল গফুর মোড়লের দুই পূত্র শাহিনুর আলম ও মুরাদ হোসেনের সাথে প্রতিবেশি মৃত ঈমান আলী মোড়লের দুই পূত্র রফিকুল ইসলাম ও আলতাফ হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ২৬/০৬/২০ তারিখ বিকালে শাহিনুর আলম ও মুরাদ হোসেন স্ব দল-বলে বাশের লাঠি, লোহার রড, ঠারালো দা ও তে-কালা-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রফিকুল ইসলাম ও আলতাফ হোসেনের বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায়। হামলায় রফিকুল ইসলাম রক্তাত্ত জখম হয়। হামলাকারীরা আলতাফ হোসেনের স্ত্রী সালেহা বেগমের গলায় থাকা ৩৮ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে তাকেও আহত করে। মারাতœক আহতাবস্থায় তাদেরকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রফিকুল ইসলাম বাদী হয়ে আসামীদের নামে থানায় একটি মামলা করেন। যার নং-১৫, তারিখ ২০-০৭-২০২০। এদিকে ২২ জুলাই বেলা ২ টা ৩০ মিনিটে থানার এস আই তাপস রায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁজিয়া বাজার থেকে মামলার আসামী শাহিনুর আলম (৩৫) কে গ্রেফতার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here