এসএমরবি ঝিনাইদহ সদর প্রতিনিধি : অফিসিয়াল ভাবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিক খোলা থাকার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টার দিকে যেয়েও কাউকে দেখা যায়নি ক্লিনিকে। CHCP দিনেশ বিশ্বাস কে ফোন দিলে তিনি ক্লিনিক থেকে বাড়ি যাওয়ার পথে ছিলেন, পরে ফোন পেয়ে প্রায় ১ঘন্টা পরে ফিরে আসে। এরপর হাজিরা খাতা দেখতে চাইলে, হাজিরা খাতা খুজে পেতে তার প্রায় ২০ মিনিট টাইম লাগে। কমিউনিটি ক্লিনিকে দায়িক্তে আছেন তিনজন দিনেশ বিশ্বাস জানান HA জাকের হোসেন প্রতি ১মাস পর পর এসে হাজিরা দিয়ে যান। কিন্তু হাজিরা খাতায় প্রতি সপ্তাহেই তার অগ্রিম স্বাক্ষর আছে। তিনি ১মাস পর পর এসে হাজিরা দিয়ে গেলেও প্রতি সপ্তাহেই প্রায় তার হাজিরাতে স্বাক্ষর আছে।ভারপ্রাপ্ত FWA সন্ধ্যা বিশ্বাসের হাজিরাতে কোন নামই নেই। তিনি জানেনই না যে তার হাজিরাতে স্বাক্ষর করা লাগে কি না। ঐ কমিউনিটি ক্লিনিকে দায়িত্ত প্রাপ্ত দিনেশ বিশ্বাসের ছুটির দিন বাদে প্রতিদিন হাজির থাকার কথা থাকলেও গত ৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তার হাজিরা খাতায় স্বাক্ষর নাই অনুপস্থিত দেখা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়ালিউর রহমান বলেন, CHCP কর্মকর্তা ছুটির দিন বাদে প্রতিদিন হাজির থাকতে হবে,HA কর্মকর্তা সপ্তাহে ১দিন এবং FWA কর্মকর্তা সপ্তাহে ১ দিন হাজির থাকতে হবে। তিনি আরও বলেন, এর ব্যাতিক্রম হওয়ার কোন সুযোগ নেই বিষয়টি আমি তদন্ত করে দেখবো।