নড়াইলের টোনা ইসলামিয়া আলিম মদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন 

0
354
নড়াইল জেলা প্রতিনিধিঃ     নড়াইলের নড়াগাতীতে টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ৪ তলা ভবনের নির্মান কাজের শুভ  উদ্বোধন করা হয়েছে।  আজ বুধবার( ২২ জুলাই) বেলা ১১:৩০ মিনিটে  এ উদ্ভোধন  অনুষ্ঠিত হয়। নড়াইল-১  আসনের জননন্দিত জননেতা বি এম কবিরুল হক (মুক্তি) এম পি এর পক্ষ থেকে  কালিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি খান শামিম রহমান (ওসি) ৪ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
খান শামিম রহমান বলেন, ফ্যাসেলিটিজ বিভাগের অনুমোদ সাপেক্ষে অত্র মাদ্রাসায় ৪ তলা বিশিষ্ট ভবনের নির্মানের নির্দেশনা আসে। যার ফলশ্রুতিতে আজ নির্মান কাজের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্যাসেলিটিজ ডিপার্টমেন্টের এসিষ্টান্ট ইঞ্জিনিয়ার,  বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাহাউদ্দিন, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল সাইদী, নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ খান, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here