নড়াইলে সৃষ্টি মৎস্য আড়ৎ উদ্বোধন

0
202

লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : খুলনা-যশোর-নড়াইল-কালনা মহাসড়কের পাশে লোহাগড়ার সি,এন্ড ,বি চৌরাস্তা এলাকায় ফিস মার্চেন্ট, কমিশন এজেন্ট এন্ড অর্ডার সাপ্লাইয়ার্সের সৃষ্টি নামে আর একটি মৎস্য আড়ৎ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মৎস্য আড়ৎতের প্রোঃ সমীর বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার কমিশনার শিকদার শাহাদত হোসেন, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক দাস, শিক্ষক অসীম বসু, তনয় বিশ্বাস, রুন বিশ্বাস, সাংবাদিক এস এম শরিফুল ইসলাম , তুষার আলী প্রমুখ । উল্লেখ্য ওই মৎস্য আড়তে ২৪ ঘন্টা মধুমতি,নবগঙ্গা নদীর মাছসহ বিল, হাওড়, বাওড়, সামুদ্রীক সকল প্রকার দেশীয় মাছ পাইকারী দরে ও খুচরা দরে বিক্রয় করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here