পিবিআই, যশোর জেলার আভিযানিক দল যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ দ্বৈপায়ন মন্ডল, পিবিআই, যশোর এর নেতৃত্বে গত ২৩-০৭-২০২০ খ্রিঃ রাত ০২.৩০ টার সময় আসামী মোঃ অন্তর শেখ (২২), পিতা- মৃত আঃ রাজ্জাক শেখ, সাং- চর মহেশপুর, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা এবং রাত ০৩.৩০ টার সময় তদন্তে প্রাপ্ত আসামী মোঃ মিনু মৃধা(২৮), পিতা- মোঃ ইয়ার আলী, সাং- চর মহেশপুর, থানা- শ্রীপুর, জেলা- মাগুরাদেরকে তাদের বর্তমান ঠিকানা হতে আটক করা হয়। আসামীদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৫ (পাঁচ) টি অহফৎড়রফ গড়নরষব, ০১ (এক) টি রঢ়যড়হব, বিভিন্ন কোম্পানীর ৪০ (চল্লিশ) টি সক্রিয় সীম কার্ড ও ৩,৯৯০/-(তিন হাজার নয়শত নব্বই) টাকা উদ্ধার করা হয়। আসামী মোঃ অন্তর শেখ ও মোঃ মিনু মৃধা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা একত্রে ৪০/৫০ জন বিকাশে প্রতারণা করে বিকাশ একাউন্ট থেকে টাকা উঠিয়ে নেয়। তারা আরো জানায় যশোর, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল সহ অন্যান্য শহরে তাদের দলের লোকজন আছে। তারা বিকাশ সদর দপ্তর ও বিকাশের এজেন্ট সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের বিকাশ একাউন্টের টাকা হাতিয়ে নেয়। বিভিন্ন পত্রিকায় বিকাশে প্রতারণার সংবাদ দেখে পিবিআই, যশোর জেলা স্বউদ্যোগে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালীন সময়ে বিকাশ প্রতারকচক্রের সন্ধান পেয়ে আসামী মোঃ সাদমান আকিব হৃদয়সহ ০৪ জনকে গ্রেফতার করে পিবিআই, যশোর জেলার এসআই (নিঃ) ¯েœহাশিস দাশ বাদী হয়ে যাশোর জেলার কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৭, তারিখ-২২-০৩-২০২০ খ্রিঃ, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪(২)/৩০(২)/৩০(৩)/২২/৩৫ তৎসহ পেনাল কোডের ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করে। উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই (নিঃ) দ্বৈপায়ন মন্ডলের উপর অর্পণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্তকালে অপর একটি বিকাশের প্রতরণার সংবাদের অনুসন্ধান করে। অনুসন্ধানকালে জানা যায়, উল্লেখিত মামলার আসামীরাই এই প্রতারণার সাথে জড়িত। বিকাশ প্রতারণার সাথে ৪০/৫০ জনের একটি সক্রিয় গ্রুপ জড়িত রয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ অন্তর শেখ ও মোঃ মিনু মৃধাকে অদ্য ২৩-০৭-২০২০ তারিখ জনাব মোঃ আকরাম হোসেন, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আমলী আদালত কোতয়ালী আদালতে সোপর্দ করা হলে আসামীরা ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। মামলাটি তদন্তাধীন।
আভিযানিক দলের নেতৃত্বে ঃ রেশমা শারমিন, পুলিশ সুপার, পিবিআই, যশোর (মোবাঃ ০১৭৬৯-৬৯০৩৭১)।
তদন্তকারী কর্মকর্তা ঃ এসআই (নিঃ)/ দ্বৈপায়ন মন্ডল, পিবিআই, যশোর (মোবাঃ ০১৭১৪-৭৭৯৪২২)।