ডাঃ সিরাজুল ইসলাম, ঝাঁপা (রাজগঞ্জ) প্রতিনিধি : রাজগঞ্জে ডালিম হোসেন (১৯) নামের এক গাঁজা সেবনকারিকে গাঁজাসহ আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় গ্রাম পুলিশ অনো দাস ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রাম থেকে তাকে আটক করে।
আটককৃত ডালিম হোসেন মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হালিম গাজীর ছেলে। সে রোহিতা ইউনিয়নে টিউবওয়েল বসানো কাজ করতো।
জানাগেছে, গাঁজা সেবনকারি ডালিম হোসেন রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের গাঁজা বিক্রেতা রাজ্জাকের নিকট থেকে ৪ শত টাকার গাঁজা কিনে ফেরার পথে স্থানীয় গ্রাম পুলিশ অনো দাসের হাতে ধরা পড়ে। ওই সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায় রাজ্জাকের কাছ থেকে গাঁজা কেনার কথা স্বীকার করে সে। পরে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই অসীম কুমারের কাছে সোপর্দ করা হয়। রাজগঞ্জ পুলিশ, বৃহস্পতিবার সকালেই মণিরামপুর থানায় হস্তান্তর করেছে। তবে মামলা হয়েছে কিনা এরিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।