শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ শালিখার সিমাখালী ভাইভাই এন্টারপ্রাইজের উদ্যোগে গত কাল ২৩ জুলাই সিমাখালী সদ্দারপাড়া জামেমসজিদের পাশে আম গাছ রোপণ করার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিমাখালী বাজারের ভাইভাই এন্টারপ্রাইজের প্রোপাইটর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান,সিমাখালী সদ্দার পাড়া
মসজিদের সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল বিশ্বাস, শতখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফয়জুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ স্বপন, গঙ্গারামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জিআরএম তারিক ও শালিখা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নওয়াব আলী প্রমুখ। মুজিব বর্ষ ২০ উপলক্ষে প্রধানমন্ত্রী এককোটি চারা রোপণ করতে চেয়েছেন। সেই কাজে সাড়া দিয়ে সিমাখালী ভাইভাই এন্টারপ্রাইজ ও শতখালী ইউনিয়ন যুবলীগ এই কর্মসূচী হাতে নিয়েছে।শতখালী ইউনিয়নের বিভিন্ন মসজিদ,মাদরাসা,স্কুল- কলেজ, মন্দির জনগুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ঔষধি জাতের গাছ লাগাবেন। শতখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফয়জুর রহমান বলেন মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপণ কর্মসূচীর আওতায় সিমাখালী ভাইভাই এন্টারপ্রাইজের পৃষ্ঠপোষকতায় আমরাও শীতকালের পূর্ব পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।