জুবায়ের মাহমুদ আটুলিয়া (শ্যামনগর) : আইলা কবলিত ১১ নাং পদ্মপুকুর ইউনিয়ন ক্ষতিগ্রসত ইউনিয়ন এর মধে অন্যতম কিন্ত দির্ঘ ১১ বছর পার হয়ে গেলেও রাস্তা ঘাটের বেহাল অবস্থা কেয়ার ও রোডস্ এর আইন অনুযায়ী রাস্তার পাশে আউট ড্রেন রেখে ঘের করার কথা থাকলেও কেয়ার রাস্তাকে ঘেরের বেড়ী বাদ হিসাবে ব্যাবহার করছে ফলে যত্র তত্র পানির ঢেউয়ে কেয়ার রাস্তা নষ্ঠ হয়ে যাচ্ছে উক্ত
ইউনিয়ানে ২৫-৩০ কিলোমিটার রাস্তা বেড়ী বাধ হিসাবে ব্যাবহারিত হচ্ছে যে কারনে রাস্তা গুলো মানুষ চলাচলেরঅনুপযোগী হয়ে পড়ছে কিন্তু কোন অদৃশ্য কারনে জনপ্রতিনিধি অর্থাৎ মেম্বার চেয়ারম্যান নিরব। সন্দেহের তীর তাদের দিকে কি যানি চোখে দ্যাখেনা না দেখেই দেখায় না