স্টাফ রিপোর্টার : বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ভার্চুয়াল সাহিত্য সভা শুক্রবার সাহিত্য পরিষদ (বিএসপি) ভার্চুয়াল সাহিত্য সভা আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কবি কাজী রকিবুল ইসলাম। সাহিত্য সভায় সংযুক্ত হয়ে কবিতা পাঠ করেন এবং আলোচনায় অংশ নেন ড. শাহনাজ পারভীন, শাহরিয়ার সোহেল, আহমেদ মাহাবুব ফারুক, রবিউল হাসনাত সজল, রাজ পথিক, জাহিরুল মিলন, হুমায়ন কবির, নূরজাহান আরা নীতি, সোনিয়া সুলতানা চাঁপা, মোস্তাফিজুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় সাহিত্য সভায় সংযুক্ত হন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী। সভায় আগামী ২১ আগস্ট শুক্রবার বিকাল ৫টায় আবার ভার্চুয়াল সাহিত্য সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এছাড়া সংগঠনের বার বার নির্বাচিত সভাপতি কবি অধ্যাপক মোঃ সামসুজ্জামান মৃত্যুতে শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করা হয়।