মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরের সাগর মোহনা সংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকায় গ্যাসবাহী একটি বানিজ্যিক জাহাজে চুরি সংগঠিত হওয়ার খর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত গভিররাতে এমটি চেন্না-৫ নামের এ জাহাজটি বন্দরের শিল্প এলাকায় আসার পথে এ চুরির ঘটনা ঘটে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, সাগর মোহনায় বিদেশী বানিজ্যিক জাহাজে চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম। কারন বর্তমানে বঙ্গোপসাগর এবং বন্দর এলাকায় বৈরী ও দুর্যোগপুর্ন আবহাওয়া বিরাজ করায় সাগর প্রচন্ড উত্তল। এছাড়া কোষ্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা সর্বক্ষনিক টহলরত রয়েছে, সেখানে সামান্য ট্রলার বা নৌকা দিয়ে জাহাজের গায়ে ভিড়ে চুরি করা অসম্ভব। জাহাজটির শিপ-অফিসারের বরাত দিয়ে শিপিং এজেন্ট মেসার্স সি এশিয়া”র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকরাম হেসেন জানান, বৃহস্পতিবার ভোররাতে শিপ অফিসার মোবাইল ফোনের মাধ্যমে জানায়, একদল চোরাকারবারী সংঘবদ্ধ হয়ে জাহাজটিতে উঠে জাহাজের থাকা নাবিকদের ভয় দেখিয়ে বিভিন্ন ষ্টোর ভাংতে থাকে। এসময় ওই ষ্টোর ভেঙ্গে ৫টি মুল্যবান ওয়াররুপ নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে চোরদের কাছে দেশীয় ধারালো অস্ত্র থাকায় তাদের প্রতিহত করা সম্ভব হয়নী। এ বিষয়ে সাথে সাথে শিপিং এজেন্ট”র প থেকে মোংলা বন্দর কতৃপক্ষের হারবার বিভাগকে জানানো হয়েছে বলে জানান শিপিং এজেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক আকরাম হোসেন। তিনি আরো বলেন, গ্যাসবাহী বানিজ্যিক জাহাজটি শুক্রবার চালনা থানার বি এম এনার্জি টার্মিনাল নামের একটি শিল্প প্রতিষ্ঠান গ্যাস কারখানায় গ্যাস সরবরাহ করবে এবং শনিবার সকালে বন্দরের শিল্পাঞ্চলের একটি গ্যাস ফ্যাক্টরীতে গ্যাস খালাসের কথা রয়েছে। মোংলা বন্দর কতৃপরে হারবার মাস্টার কমান্ডার এম ফকর উদ্দিন জানান, গ্যাস বোঝাই জাহাজটি থাইল্যান্ড পতাকাবাহী, ভারত থেকে গ্যাস নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ক্যাপটেনসহ জাহাজটিতে ১৯জন নাবিক রয়েছে। কিন্ত ১৯জন নাবিকের সামনে মাত্র ৪/৫জন চোর জাহাজ চলন্ত অবস্থায় ষ্টোর ভেঙ্গে ছুরি করে ওয়াররোপ নিয়ে যায় এটা কি ভাবে সম্ভব সেটা আমার অজানা। তার পরেও এ বিষয়ে তারা ওই জাহাজের সিসি ক্যামেরা এবং ক্যাপটেনসহ অন্যান্য নাবিকদের সাথে কথা বলবেন। বন্দরের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে পর্যালচনা করে চুরি হওয়ার ঘটনা সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় বন্দরের এ কর্মকর্তা।
দুই দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি শুরু।।২...
বেনাপোল থেকে এনামুলহকঃ২ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবার ফল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)বেলা ১১টা থেকে পুনরায় ফল আমদানি শুরু...
‘বিএনপি ক্ষমতায় এলে জাতীয় বাজেটের ৮ শতাংশ কৃষিখাতে বরাদ্দ দেওয়া হবে’ চৌগাছার সমাবেশে...
চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ব্যতিক্রমী কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে ঘিরে ঢল নামে হাজারও কিষান-কিষানি ও জনতার। চিরাচরিত সাজে সমাবেশে হাজির হন...
যশোরে সংবর্ধিত হলেন অন্ধ টি-২০ বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ দল
যশোর অফিস : চতুর্থ অন্ধ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ দলকে যশোরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। যশোর ব্লাইন্ড ক্লিকেট ক্লাবের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায়...
যশোর পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেটের পরামর্শ সভা কারবালা জামে মসজিদ নির্মাণে সহযোগিতা...
যশোর অফিস :যশোর কারবালা জামে মসজিদের উন্নয়নকল্পে পরামর্শ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেটের উদ্যোগে শুক্রবার বাদ মাগরিব মসজিদ...
শশুরবাড়ি থেকে পালিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা : ছেলেকে মা বাবার তেজ্জপুত্র ঘোষণা
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে প্রেমের টানে শশুরবাড়ি থেকে পালিয়ে সন্তানসহ প্রেমিকের বাড়িতে এসে উঠেছে এক প্রেমিকা। এতে ক্ষুদ্ধ হয়ে ছেলেকে তেজ্জপুত্র ঘোষণা...