যশোরে ১৫৫০ জনের করোনা শনাক্ত

0
285
যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের পরীক্ষায় যশোরের ২৭২টি নমুনা পরীক্ষা করে ৭০টিকে পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া যশোরসহ পাঁচ জেলায় ৩৪৪ নমুনা পরীক্ষা করে আরো ৮২টি নমুনা পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত যশোরে আক্রান্ত হয়েছেন ১৫৫০জন।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম শুক্রবার সকালে জানান, যবিপ্রবি ল্যাবে দক্ষিণ-পশ্চিমা লের পাঁচ জেলার ৩৪৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬২টি নেগেটিভ হয়েছে। এদিন যশোরের ২৭২টি নমুনা পরীক্ষা করে ৭০টিকে পজেটিভ বলে শনাক্ত হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে যবিপ্রবির ল্যাব থেকে জানানো হয়েছে।
এদিকে যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.আবু মাউদ বলেন, যশোরে ২৭২ টি নমুনা পরীক্ষা করে ৭০টি নমুনা করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৫৫০জন, সুস্থ হয়েছেন ৭৬৫ জন এবং মৃত্যু হয়েছে ২৩জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here