অভয়নগরে দিয়াপাড়ায় জুপিটার ব্লাড ব্যাংক মিলন মেলা অনুষ্ঠিত

0
222

অভয়নগর প্রতিনিধি ঃ অভয়নগরে দিয়াপাড়ায় শনিবার সকাল ১১.০০ টায় জুপিটার ব্লাড ব্যাংক মিলন মেলা/২০ অনুষ্ঠিত হয়। এ্যাডমিন মোঃ মিঠুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর থানা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক গনতদন্তের সাংবাদিক ও অভয়নগর রিপোর্টাস ইউনিট কাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ এ্যাডমিন মামুন, হাসান, মোঃ রিয়াজ, মোঃ ইমরুল, গৌতম, পিয়া দাস, শিমলা দাস, মারিয়া, রাম, দিপ্ত, ফয়সাল, হাকিম, ইমরান, আজাদ, হাসান, অথৈ, সুজন, রমজান প্রমুখ। ২০১৬ সালে প্রতিষ্ঠিত ব্লাড ব্যাংকটিতে বর্তমান সদস্য সংখ্যা দশ হাজার তিনশত আশি জন। জুপিটার ব্লাড ব্যাংক সমগ্র বাংলাদেশ ব্যাপী অনলাইন ভিত্তিক সেবা দান সংস্থা। জরুরী রক্তের প্রয়োজনে যে কেউ জুপিটার ব্লাড ব্যাংকে( মোবাইলঃ ০১৯২০৭৬৫৩৯৫, ০১৯৪০১৮১৯৩৭) যোগাযোগ করে কাংঙ্খিত সেবা পেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here