নড়াইল জেলা প্রতিনিধি ঃ নড়াইল এর লোহাগড়ায় দুইমাস আগে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেলন নড়াইলের ডিবি পুলিশের এসআই মিল্টন কুমার দেবদাস।
যানা জাই গত ইং ০৩/০৫/২০২০ তারিখ রাত অনুমানিক দুইটার দিকে লোহাগড়া হাসপাতালের ডাঃ ফাতেমা জান্নাতি উর্মির বাসা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।এরপরে লোহাগড়া থানায় এই সংক্রান্ত ইং ০৩/০৫/২০২০ তারিখ একটি সাধারন ডাইরী হয়। পরবর্তীতে নড়াইল ডিবি পুলিশ এস আই মিলটন কুমার দেবদাস এর প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ২৪ জুলাই মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।এবং চোর মো: তরিকুল ইসলাম (২৫), পিং-সিদ্দিক, সাং-গোপীনাথপুর ব্যাপারীপাড়া,থানা-লোহাগড়া,জেলা-নড়াইল কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।