যশোর করোনা আক্রান্ত মৃতব্যক্তির কাফন-দাফনে খেদমতে খলক ফাউন্ডেশন

0
341

চুয়াডাঙ্গা বাসষ্টান্ডের মালেক বেকারীর মালিক কাজিপাড়া নিবাসী সিরাজুল হক (৭০) সাহেব করোনা আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি অবস্থায় শুক্রবার রাত ১১.০০টায় ইন্তেকাল করেন। এ খবর খেদমতে খলক ফাউন্ডেশনের কাছে শনিবার সকাল ৬.০০টায় পৌছালে, মুফতী সাইফুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি কাফন-দাফন টীম সেখানে পৌছায় এবং তারা যথাযথ নিয়মানুযায়ী গোসল ও কাফন-দাফনের কাজ শেষ করে। টীমের সদস্যবৃন্দ মুফতী জুবায়ের, মাওঃ মুরাদ, মাওঃ ইউনুস, হাঃ আল আমিন, মুহাঃ আশিক, মুহাঃ মুক্তাদীর, মুহাঃ মিজান। কাফন-দাফনে এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন, বিশেষ করে জেলা ইমাম পরিষদের সেক্রেটারী জনাব মাওঃ বেলায়েত হোসেন এবং কাউন্সিলর জনাব মুস্তাফিজুর রহমান সহ প্রমুখ ব্যক্তিবর্গ। তারা ফাউন্ডেশনের এ সাহসী পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানায়। ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা বা করোনা উপসর্গ নিয়ে কেউ মৃত্যু বরণ করলে তার গোসল, কাফন-দাফনের জন্য খেদমতে খলক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে ০১৯১১-০১৯৭৪৪ দেন। উল্লেখ্য খুলনা বিভাগের প্রতিটি থানাতেই খেদমতে খলক ফাউন্ডেশন-এর কাফন-দাফনের প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক টীম প্রস্তুত আছে এবং নিজস্ব এম্বুলেন্স-এর ব্যবস্থা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here