অপরাধ দমন ও পুলিশি সেবা আরো বেগবান করতে ঝিনাইদহে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

0
205

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার, অপরাধ দমন এবং পুলিশি সেবা আরো বেগবান করতে ঝিনাইদহে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের ব্যাপারী পাড়ায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)। এ ছাড়াও ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই বিট পুলিশিং কার্যক্রমের মুল ল ও উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম বলেন,জেলায় ৮৪ টি বিট পুলিশিং অফিস স্থাপন করা হবে। প্রত্যেক বিটের দায়িত্বে একজন সাব-ইন্সপেক্টর ও একজন সহকারী সাব-ইন্সপেক্টর সহ ৩ জন কনস্টেবল সহ মোট ৫ জনের একটি টিম বিটে সারাদিন অবস্থান করবে। আগে থানায় যেতে হতো। এখন জনগন ঘরে বসেই পুলিশি সেবা পাবে। পুলিশ সুপার আরো বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ এবং জনগনের মধ্যে সম্পর্কটা আরো জোরদার হবে।আগে যে ব্যবধান ছিল, সেটি কমে আসবে। এতে এলাকায় অপরাধ দমন ও পুলিশি সেবা আরো বেগবান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here