স্টাফ রিপোর্টার : অফিস থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলায় জখম হয়েছেন সাজ্জাত হোসেন নামে এক যুবক। তিতনি দৈনিক যুগান্তর যশোর ব্যুরো অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত । শনিবার দুপুরে শহরের ষষ্ঠীতলা পাড়ার বসন্ত কুমার রোডের মৃত আব্দুলের ছেলে চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি রবি তাকে মারপিট করেছে। এঘটনায় সাজ্জাত কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁচড়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, অভিযুক্ত রবি পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
অভিযোগে বলা হয়েছে, কোতয়ালি থানায় একাধিক মামলার আসামি রবির অত্যাচার ও নির্যাতনে এলাকার সাধারণ লোক অতিষ্ঠ। বাদি সাজ্জাতের ভাই হাফিজের স্ত্রী বিথিও সাথে বিবাদি রবির মা রহিমা খাতুনের গোলযোগ হয়। এই বিপাদের জেরে রবি বাদি সাজ্জাত হোসেনকে খুন জখমের হুমকি দেয়। শনিবার দুপুরে সাজ্জাত যুগান্তর যশোর ব্যুরো অফিস থেকে বাড়ি যাওয়ার সময় ভোলাট্যাংক রোডস্থ কামাল হোসেনের বাড়ির সামনে পৌঁছুলে বিবাদি রবি পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাচ করে। প্রতিবাদ করলে রবির লোহার রড দিয়ে সাজ্জাতের বুকে পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে রক্তাত্ত জখম করে। এসময় রবি সাজ্জাতের প্যান্টের পকেট থেকে নগদ সাত হাজার ৫শ টাকা ও একটি টাচ মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে আঘাত করে ভেঙ্গে ফেলে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৯শ’ টাকা। মারপিটের সময় সাজ্জাতের বড় ভাই হাফিজ ঠেকাতে গেলে রবি তাকেও মারপিট করে ফোলা জখম করে। সাজ্জাত ও হাফিজের চিৎকারে এলাকাবাসি এগিয়ে গেলে সন্ত্রাসী রবি হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়।