নড়াইলে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ

0
307

নিজস্ব প্রতিবেদক নড়াইল ঃ করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে মানুষ যাতে বের না হয় সেজন্য নড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির প থেকে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবারনড়াইল শহরের বানিজ্যিক এলাকা রুপগঞ্জ বাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্টসোসাইটি নড়াইল ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলকপ্রচার, মাস্ক বিতরন এবং জীবানুনাশক স্প্রে করা হয়। জেলা প্রশাসক আনজুমান আরার নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,সাধারন সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন,নড়াইল ইউনিটের কর্মকর্তা সাইফুর রহমান হিলু, মোঃ রেজাউল বিশ্বাস, আসলাম খান লুলু এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত হবার কিছু নেই, সবাই সচেতন হলে এটা প্রতিরোধ করা সম্ভব। সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে,নিয়মিত ২০ সেকেন্ড হাত ধুতে হবে, কারনছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যাবহার করতে হবে । যদি কেউ আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here