মোংলায় ধাপে ধাপে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করছে নৌবাহিনীর কন্টিনজেন্ট

0
250

ফরিদ শিকদার,বাগেরহাট ঃ মোংলায় ধাপে ধাপে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আর এ কাজে সর্বাধিক সহযোগিতা করছে নৌবাহিনীর কন্টিনজেন্ট। নৌবাহিনীর সহায়তায় ৩ দিনে সর্বমোট ৩ হাজার দুইশত ৭০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এসব ত্রাণ পৌঁছে যাচ্ছে নিম্মবিত্ত ও দরিদ্রদের হাতে।
নিয়মিত ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় মোংলার চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসায় ১৭০ টি ও মোংলা পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৫০০ পরিবারকে পরিবারকে ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করেছে নৌবাহিনী। এসময় নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নাবিক ও পৌরসভার কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনসাধারনের স্বাস্থ্য সুরা নিশ্চিত করতে মোংলা নৌ কন্টিনজেন্টের প থেকে সকল সরকারী, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে সেবা গ্রহীতাগণকে বাধ্যতা মূলকভাবে মাস্ক ব্যবহারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সময় জনসাধারনকে অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণরোধে মোংলা নৌ কন্টিনজেন্ট রুটিন মাফিক পৌর এলাকাসহ বাঁশতলা, দিগরাজ, আপাবাড়ি,চিলা, সোনাইলতলা, সুন্দরবন, চাঁদপাই, মিঠাখালী, বুড়িরডাঙ্গা ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাটবাজার ও এলাকাগুলোতে টহল জোরদার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here