কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের পুড়াবেতার শান্তিপাড়া গ্রাম থেকে রেক্সনাখাতুন (৩৫) নামে এক নারীর ওড়না পেচানো অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পুড়াবেতা শান্তিপাড়া গ্রামের নুর ইসলামের মেয়ে।
নিহতের পরিবারের লোকজন জানান, গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টা দিকে রেকসনা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
বুধবার বেলা ১ টার দিকে বাড়ির পাশে মেহগনি বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশের খবর দেয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট ছাড়া সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না।