ঝিনাইদহে  পান ব্যাবসায়ী হত্যার আসামী গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

0
253
কামরুজামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভবানীপুর বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত পান ব্যবসায়ী মিলন আহমেদ এর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার দুপুর ২ টার দিকে আশপাশের বিভিন্ন এলাকার মানুষ এক হয়ে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু করে। এরপর বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে ভবানীপুর ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ কালে এলাকাবাসী জানান, হত্যাকান্ড ঘটানোর ৩ দিন পার হলেও পুলিশ হত্যাকারী জুয়েল সহ অন্যান্যদের গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, পূর্ব শত্রুতার জেরে গত সোমবার মিলন ভবানীপুর বাজার মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাইরে বের হওয়া মাত্রই কুষ্টিয়ার ইবি থানার অর্ন্তগত বলরামপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে জুয়েল তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এর পর থেকেই সে পলাতক রয়েছে। হত্যাকান্ডের দিন রাতেই নিহত মিলনের পিতা খলিশাকুন্ডু গ্রামের বাসিন্দা ইসহাক আলী বাদী হয়ে হরিনাকুন্ডু থানায় জুয়েল সহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে মামলা দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here