সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় পরিবেশ বান্ধব প্রকল্প গ্রহণের দাবিতে মোংলায় মানববন্ধন

0
245

ফরিদ শিকাদার, বাগেরহাট প্রতিনিধিঃমোংলায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাঘের আবাসস্থল সুন্দরবন এবং সুন্দরবনের প্রাণ পশুর নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পশুর রিভার ওয়াটার কিপার, ওয়াটার্স কিপার্স বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। পশুর রিভার ওয়াটার কিপার মোংলা উপজেলার প্রধান সমন্বয়ক নূর আলম শেখের সভাপতিত্বে বুধবার (২৯ জুলাই) সকাল ১১ টায় ফেরিঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের  সামনে মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেনী পেশার কয়েকশ নারী পুরুষ অংশগ্রহন করেন। এসময় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি মোংলা শাখার সাধারন সম্পাদক নাজমুল হক, বাপা নেতা আব্দুর রশিদ পরিবেশকর্মী কমলা সরকার,এটিএন নিউজের স্থানীয় প্রতিনিধি নিজাম উদ্দিন,মোংলা সাহিত্য পরিষদের যুগ্ম আহ্বায়ক কবি জাহির কামাল, সদস্য সচিব আসমা আক্তার কাজল,কবি জাহিদুর রহমান জাহিদ, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, তারুণ্য মোংলা’র সভাপতি হোসেন, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এমরান হোসেন বাবুল, সাংবাদিক এরশাদ হোসেন রনি, শেখ রাসেল, মোঃ রাফসান, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ সুজন প্রমূখ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা করোনাকালের শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের ফুসফুস সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় পরিবেশ বান্ধব পরিকল্পনা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, প্রকৃতিকে নিজের মতো করে গুছিয়ে উঠতে দিতে হবে। প্রাণ খুলে শ্বাস নিতে দিতে হবে পৃথিবীকে। মানুষের অতি মুনাফালোভী পরিবেশ-প্রকৃতি বিরোধী উন্নয়ন সহিংসতা বন্ধ করে পরিবেশবান্ধব সবুজ-সুনীল পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ এবং নদীকর্মীরা শিশুদের আঁকা বাঘ-নদী ও সুন্দরবনের পোষ্টার প্ল্যাকার্ড  নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here