কোটচাঁদপুরে ডিজিটাল কায়দায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

0
233
আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে অন্তরা জুয়েলার্স নামের স্বর্ণের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে দোকান খুলতে গিয়ে চুরির ঘটনা জানতে পারেন বলে দাবি করেছেন দোকান মালিক শ্রী দীপঙ্কর কুমার মজুমদার। ৫লক্ষ  টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।
দোকান মালিক বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত্রে দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যাই। এরপর সকালে দোকান খুলে দেখি দোকানের কোনও স্বর্ণালংকার নেই এবং দোকানের সাটারের মাঝখান উচু করা।
সাটারের মাঝখান উচু করে দোকানের ভিতরে ঢুকে চুরি করা হয় বলে ধারণা করা হয়।
তিনি আরো জানান, আমার পাশের দোকান তুর্য ফোম প্যালেস সেই দোকানের সিসি টিভি ক্যামেরা ফুটেছে দেখা যায় ভোর ৬ টার দিকে দোকানের সামনে পলিঠিন দিয়ে আড়াল করে দোকানের সাটারের মাঝখান উচু করে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা, এবং স্বর্ণের দোকান লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল অফিসার ইনচার্জ মাহবুবুল আলমের কাছে বিষয়টি মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ এসেছে আমরা তদন্ত করে দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here