মহেশপুরে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার পথে নারী-শিশুসহ ৭জন আটক

0
209
আলাউদ্দিন ভ্রাম্যামান প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাবার সময় ১শিশু, ৫নারীসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫৮বিজিবি)। বৃহষ্পতিবার তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, চয়ন বিশ্বাস (২০), প্রিয়াংশা বিশ্বাস (১৮), রিমু বিশ্বাস (০৩),রুনু বিশ্বাস (৩৫), মিনতী বিশ্বাস (৩০), নমিতা রায় (৩২) এবং সুমি আাক্তার (২৫)। সকলের বাড়ি গোপালগঞ্জ উপজেলার ডোমরাশুর ও বাগেরহাটের নলবুয়িনা গ্রামে।
খাশিলপুর ৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় বিওপির সীমান্ত পিলার ৬১/১০৫  নেপা মাঠ হতে এই ৭ জনকে আটক করা হয়। এ ব্যপারে অবৈধ ভাবে  সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)/(গ) ধারায় মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে । মামলা নং ১৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here